1980 -পারমাণবিক শক্তির খরচ ক্রমাগত বেড়ে যাচ্ছে। পরমাণু কেন্দ্র আয়ুশেষে বন্ধ করার সমস্যা হল একটি বিরাট বড় সমস্যা। একটা দুর্ঘটনা ঘটলে তাকে সামাল দেবার খরচ বিরাট পরিমাণ। আমেরিকার থ্রি মাইল আইল্যান্ডে যে দুর্ঘটনা ঘটে তাকে পরিষ্কার করার খরচ দাঁড়ায় এক শত (100) কোটি মার্কিন ডলার। চেরনবিলে সাফাই খরচ হয়েছে পাঁচ শ (500) কোটি ডলার। ফুকুসিমার দুর্ঘটনা জাপানি অর্থনীতিতে বিপর্যয় এনে দিয়েছে। খরচ কত দাঁড়াবে তা এখনও জানা সম্ভব নয়। অকেজো পারমাণবিক কেন্দ্রকে সরিয়ে ফেলার সমস্যাও একটি বিরাট সমস্যা।