लेख

একা আসে না বন্যা ও খরা

Author : অনুপম মিশ্র (অনুবাদ- সঞ্জয় অধিকারী)

আজকে আমরা দুটি বিষয়ের ওপর ও দুটি সমস্যা নিয়ে কিছু কথা বলব। এগুলি হল বন্যা ও খরা। এই দুটি হল জলের স্বভাবের দুই প্রান্ত। বন্যায় চারিদিকে শুধু জল আর জল। অন্যটিতে যেকোন জায়গায় জলের অভাব আর অভাব। যখনই এই দুটি সমস্যার কোন একটি সামনে এসেছে রাজেন্দ্র বাবু হাতের সমস্ত কাজ গৌন মনে করে এগুলিকেই প্রাধান্য দিয়েছেন।

যে গ্রামে তাঁর ছোটবেলা কেটেছিল সেই গ্রামে নদী ছিল না। উনি সাঁতার শিখতে পারেন নি। কিন্তু এই 52 বছরের লম্বা সময়ে উনি আমাদের সমাজকে, দেশকে অনেকবার ডোবা থেকে বাঁচিয়েছেন।

SCROLL FOR NEXT